leadT1ad

এনসিপির প্রার্থীদের মধ্যে শুধু আখতারের নামে রয়েছে ফৌজদারি মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৮: ২২
আখতার হোসেন। সংগৃহীত ছবি

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪৬ জন প্রার্থী আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে শুধু দলটির সদস্যসচিব আখতার হোসেনের নামে দুটি ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামার তথ্য থেকে জানা গেছে।

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় আখতারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। পরে গত বছরের ২৮ ডিসেম্বর আদালত তাঁকে জামিন দেন।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নামে রয়েছে একটি মানহানির মামলা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ করায় গাজীপুরে এই মামলা দায়ের করা হয় গত বছরের ১২ আগস্ট।

এছাড়া, প্রার্থী তালিকায় থাকা এনসিপির শীর্ষ নেতাদের হলফনামা দেখা যায়, বিগত সরকারের আমলে আরো দুইজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এদের মধ্যে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে দুটি ফৌজদারি মামলা ছিল; দুটিতেই গত বছর খালাস পেয়েছেন তিনি।

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে বিগত সরকারের আমলে ৮টি ফৌজদারি মামলা ছিল। সবগুলো মামলায়ই খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বলেন, ‘দলীয়ভাবে ৪৭ জনের মনোনয়ন দাখিল করার কথা ছিল আমাদের। কিন্তু যশোরের একটি আসনে দেরি করে ফেলায় একজন মনোনয়ন জমা দিতে পারেননি। মনোনয়ন জমা দেওয়া ৪৬ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে কাদের প্রার্থী করা হবে, তা নির্বাচনী জোটে থাকা অন্য শরীক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শীঘ্রই ঘোষণা দেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা করে এনসিপি। দলটির দলীয় প্রতীক ‘শাপলা কলি’।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত