leadT1ad

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩: ৩৯
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

তারেক রহমানের টানা চার দিনের উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফরের পরিকল্পনা করেছিলো বিএনপি। এসব সফরে তাঁর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদসহ শহীদ ও আত্নীয় স্বজনের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অংশগ্রহণের কথা ছিল।

এর আগে গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়।

সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না উল্লেখ করে ওই চিঠিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

কিন্তু আজ নির্বাচন কমিশনের অনুরোধে এ সফর বাতিল করলেন তারেক রহমান।

Ad 300x250

সম্পর্কিত