leadT1ad

শাকসু নির্বাচন স্থগিত: ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শাবিপ্রবি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১: ০২
শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ ঘোষণা দেন তাঁরা।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে যায়। এসময় সকল বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, আগামীকাল দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, 'বিএনপি ও তাদের অঙ্গসংগঠন ছাত্রদল সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হচ্ছে।'

মঙ্গলবার সকালে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে জরুরি শুনানির জন্য আবেদন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরুরি কার্যতালিকা থেকে নিয়মিত কার্যতালিকায় নেওয়ার বিষয়টি জানান।

মঙ্গলবার দিনভর শিবির সমর্থিত প্যানেল, স্বতন্ত্র প্যানেল, স্বতন্ত্র জোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থীসহ শিক্ষার্থীদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

মঙ্গলবার শাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে এক রিটের পরিপ্রেক্ষিতে ভোটের এক দিন আগে সোমবার চার সপ্তাহের জন্য এ নির্বাচন স্থগিতের ঘোষণা দেন হাইকোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এই আদেশ দেন।

নির্বাচনের অনুমতি দিয়ে ১৫ জানুয়ারি ইসির জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশীদসহ দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থী রোববার (১৮ জানুয়ারি) রিটটি করেন।

হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে চেম্বার আদালতে আপিল করা হয়। যদিও আদালত আপিলের শুনানির সময় ও তারিখ কিছু জানাননি।

১২ জানুয়ারি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন না করার জন্য নির্দেশ দেয়। একই সঙ্গে পেশাজীবী সংগঠনসহ দেশব্যাপী সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজনের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ অবস্থায় নির্বাচন আয়োজনের জন্য অনুমতি দিতে ইসিতে ১৪ জানুয়ারি অনলাইনে চিঠি পাঠায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল ইসি।

এসব বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'আদালতের জরুরি কার্যতালিকায় রিটের রায় স্থগিত চেয়ে আবেদন করেন আমাদের আইনজীবীরা। তবে আদালত সেটাকে নিয়মিত কার্যতালিকায় হস্তান্তর করেছেন। এখন যেদিন পুরো বোর্ড সিদ্ধান্ত জানাবে, তারপর আমরা নির্বাচন করতে পারব।'

Ad 300x250

সম্পর্কিত