leadT1ad

আ.লীগ নেতার বাবার জানাজায় সালাহউদ্দিন: ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ২২
চকরিয়ায় আ.লীগ নেতার বাবার জানাজায় অংশ নেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মতভেদের ঊর্ধ্বে উঠে আমরা যেন সামাজিকভাবে পারস্পরিক ভাই, বন্ধু, নাগরিক হিসেবে বসবাস করতে পারি, সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে, ইনশাআল্লাহ।'

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর বাবা মাস্টার সিরাজ উদ্দিন আহমদের জানাজায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে স্থানীয় মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জানাজায় আমি বক্তব্য দিই না এবং রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া উচিতও নয়। সবাইকে একদিন বিদায় নিতে হবে, এটাই নিয়ম। মরহুমের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

এর আগে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইঘোনার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান সিরাজ উদ্দিন আহমদ (৮০)। তিনি চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে আলমগীর চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে টানা দুই বার মেয়র ছিলেন।

জানাজায় আলমগীর চৌধুরীসহ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) এ এইচ সালাহউদ্দিন মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ নানা পেশার মানুষ অংশ নেন।

Ad 300x250

সম্পর্কিত