leadT1ad

সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই: জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২১: ০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বৈঠক। ছবি: সংগৃহীত

দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ও এখনো মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। দলটি বলছে, সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। ফলে এমন পরিস্থিতিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে কমিটির সদস্যরা এসব মন্তব্য করেন।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসী এখনো ওসমান হাদির হত্যার বিচার পায়নি। সন্ত্রাস দমনে অগ্রগতি না থাকায় জনমনে শঙ্কা রয়েছে। অথচ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য কোনো সাফল্য চোখে পড়ছে না।

নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় মনে হচ্ছে প্রশাসন বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ছে, যা কাম্য নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুমের সভাপতিত্বে বৈঠকে সদস্যসচিব মাওলানা আবদুল হালিমসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভায় কার্যক্রম গতিশীল করতে একাধিক সাব-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। এছাড়া কমিটিতে নতুন কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত