leadT1ad

ব্রাহ্মণবাড়িয়া-৬: সাকির মনোনয়নপত্র বৈধ, জাপা প্রার্থীর মনোনয়নপত্র ‘গায়েব’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২২: ৪৫
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এই আসনে জোটের শরিক হিসেবে সাকির সমর্থনে প্রার্থী দেয়নি বিএনপি।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোনায়েদ সাকি আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ হবে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। এটি একই সঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন।

সাকি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে আগামী সংসদে সংবিধান সংস্কার হবে। এর ওপর ভিত্তি করেই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে।

সুষ্ঠু নির্বাচনী পরিবেশের ওপর জোর দিয়ে সাকি বলেন, সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। যারাই নির্বাচিত হোক, তারা যেন সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, সেই বাস্তবতা তৈরি করাই মূল লক্ষ্য।

জাপা প্রার্থীর মনোনয়নপত্র ‘গায়েব’ করার অভিযোগ

এদিকে একই আসনে জাতীয় পার্টির প্রার্থী জেসমীন নূর বেবীর মনোনয়নপত্র ‘গায়েব’ করার অভিযোগ উঠেছে সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন ওই প্রার্থী।

অভিযোগে বলা হয়, গত ২৯ ডিসেম্বর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরার কাছে মনোনয়নপত্র জমা দেন বেবী। কিন্তু রিসিভ কপি না দিয়ে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরদিন খোঁজ নিলে জানানো হয়, তিনি কোনো কাগজপত্রই জমা দেননি।

জেসমীন নূর বেবী দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি ও ভিডিও ফুটেজ তাঁর কাছে প্রমাণ হিসেবে রয়েছে। তিনি এর সুষ্ঠু প্রতিকার চেয়েছেন।

অভিযোগ অস্বীকার করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ওই প্রার্থী এসেছিলেন। তাঁর হাতে কিছু কাগজ থাকলেও মূল মনোনয়নপত্র ছিল না। সময় পার হয়ে যাওয়ায় তা আর জমা নেওয়া সম্ভব হয়নি।

Ad 300x250

সম্পর্কিত