স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় কিছু দলের প্রস্তাব ও কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলকভাবে আরোপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন সঠিকভাবে রেফারির ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এত দিন জানতাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে কোনোদিন গোল দিতে দেখিনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে—ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-তিনটি দল বোধহয় একপক্ষ, আমি বিপক্ষেই খেলছি মনে হয়েছে। সেই হিসেবে জাতির পক্ষে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।'
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলক আরোপের চেষ্টা লক্ষ করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এত দিন জানতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারি বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কিন্তু গতকাল সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছে, তার মধ্যে একজন স্বাক্ষরকারী প্রধান উপদেষ্টাও বটে, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। এতে একপ্রকার সরকারেরও অনুমোদন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের তো বটেই। কিন্তু রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রস্তাব ও সুপারিশগুলোর সংযুক্তিসহ ৯৪ পাতার একটি দলিল। তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। বলা যায়, সরকার ও ঐকমত্য কমিশন—একই।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় কিছু দলের প্রস্তাব ও কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলকভাবে আরোপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন সঠিকভাবে রেফারির ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এত দিন জানতাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে কোনোদিন গোল দিতে দেখিনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে—ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-তিনটি দল বোধহয় একপক্ষ, আমি বিপক্ষেই খেলছি মনে হয়েছে। সেই হিসেবে জাতির পক্ষে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।'
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলক আরোপের চেষ্টা লক্ষ করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এত দিন জানতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারি বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কিন্তু গতকাল সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছে, তার মধ্যে একজন স্বাক্ষরকারী প্রধান উপদেষ্টাও বটে, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। এতে একপ্রকার সরকারেরও অনুমোদন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের তো বটেই। কিন্তু রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রস্তাব ও সুপারিশগুলোর সংযুক্তিসহ ৯৪ পাতার একটি দলিল। তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। বলা যায়, সরকার ও ঐকমত্য কমিশন—একই।’

প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
১০ মিনিট আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৩ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভিন্নধর্ম থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। তবে নিজ দলের নারীদের প্রার্থী করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৪ ঘণ্টা আগে