leadT1ad

এনসিপিসহ তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৮
নির্বাচনী জোটের ঘোষণা দেবে তিন দল

জুলাই অভ্যুত্থানের মূল অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে এনসিপিসহ তিন দলের আনুষ্ঠানিকভাবে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আসতে যাচ্ছে। এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, ‘মূলত জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট বা চেতনা ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যেই এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে।’ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির নেতারাও সংবাদ সম্মেলনে থাকবেন বলে জানান তিনি।

এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি থেকেও রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যর বিষয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর এনসিপির নেতৃত্বে তিনটি রাজনৈতিক দল ও প্লাটফর্মের নির্বাচনী জোট ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। এতে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ছিল এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস, বাংলাদেশের (আপ বাংলাদেশ)।

যদিও সেই ঘোষণা শেষ পর্যন্ত ঝুলে যায়। তবে এবার ওই তিনটি রাজনৈতিক দল থাকলেও আপ বাংলাদেশ প্লাটফর্মকে বাদ দিয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত