স্ট্রিম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্য প্রাণীর বিজ্ঞাপন প্রচার ও নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশ নিষিদ্ধ করে বন্যপ্রাণী সুরক্ষায় ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গত বুধবার (৭ জানুয়ারি) এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, হাট-বাজার বা অন্য কোনো মাধ্যমে বন্যপ্রাণী কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে পরিবেশগত নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে সরকার।
বন্য প্রাণী রক্ষায় বন অধিদপ্তরের অধীনে ‘বন্য প্রাণী উইং’ নামে একটি আলাদা উইং প্রতিষ্ঠা করা হবে। সরকার বন্যপ্রাণীর চিকিৎসায় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র ও চিকিৎসক নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময় পরপর বিপন্ন ও ঝুঁকিপূর্ণ প্রাণীর তালিকা হালনাগাদ করা হবে।
মানুষ ও বন্য প্রাণীর দ্বন্দ্ব নিরসনে প্রাণীদের আবাসস্থল ও করিডোর সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্য প্রাণী উপদেষ্টা বোর্ড এবং উদ্ভিদ ও প্রাণী বিশারদদের নিয়ে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হবে। এছাড়া গবেষণা, জনসচেতনতা ও অপরাধ নিয়ন্ত্রণে ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে।
এর আগে গত মঙ্গলবার ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। এই দুই অধ্যাদেশকে জীববৈচিত্র্য সংরক্ষণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে পরিবেশ মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্য প্রাণীর বিজ্ঞাপন প্রচার ও নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশ নিষিদ্ধ করে বন্যপ্রাণী সুরক্ষায় ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গত বুধবার (৭ জানুয়ারি) এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, হাট-বাজার বা অন্য কোনো মাধ্যমে বন্যপ্রাণী কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে পরিবেশগত নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে সরকার।
বন্য প্রাণী রক্ষায় বন অধিদপ্তরের অধীনে ‘বন্য প্রাণী উইং’ নামে একটি আলাদা উইং প্রতিষ্ঠা করা হবে। সরকার বন্যপ্রাণীর চিকিৎসায় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র ও চিকিৎসক নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময় পরপর বিপন্ন ও ঝুঁকিপূর্ণ প্রাণীর তালিকা হালনাগাদ করা হবে।
মানুষ ও বন্য প্রাণীর দ্বন্দ্ব নিরসনে প্রাণীদের আবাসস্থল ও করিডোর সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্য প্রাণী উপদেষ্টা বোর্ড এবং উদ্ভিদ ও প্রাণী বিশারদদের নিয়ে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হবে। এছাড়া গবেষণা, জনসচেতনতা ও অপরাধ নিয়ন্ত্রণে ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে।
এর আগে গত মঙ্গলবার ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। এই দুই অধ্যাদেশকে জীববৈচিত্র্য সংরক্ষণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে পরিবেশ মন্ত্রণালয়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে ফাঁদে আটকা পড়া অবস্থায় উদ্ধার হওয়া বাঘটির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বাঘটি এখন পানি ও খাবার গ্রহণ করছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাঘটির আঘাতপ্রাপ্ত পায়ে কোনো হাড় ভাঙেনি।
৪ দিন আগে
সারাদেশে বুধবার মধ্যরাত থেকে পরদিন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
৪ দিন আগে
সারাদেশে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে।
৫ দিন আগে২০০০ সালের শুরুতে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকার বাযুদূষণ প্রকট আকার ধারণ করে। দ্রুত নগরায়ন, শিল্পায়ন এবং যানবাহনের সংখ্যা বাড়ায় এ সংকট তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর ছিল বহুল ব্যবহৃত দুই-স্ট্রোক ইঞ্জিনচালিত ‘বেবি-ট্যাক্সি’ বা তিন চাকার ছোট অটোরিকশা, যা বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত ধোঁয়া ছাড়ত।
১২ দিন আগে