leadT1ad

অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নিহত মঞ্জুর আলম লস্কর (৩২)। ছবি: আনন্দবাজার

ভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবার অভিযোগ, মুক্তিপণের টাকা দেওয়ার পরও তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ বছর ধরে তিনি সেখানে কাজ করলেও সম্প্রতি তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল।

পারিবারিক সূত্র অনুযায়ী, গত মঙ্গলবার একটি অচেনা নম্বর থেকে মঞ্জুরের স্ত্রীকে ফোন করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রাণভয়ে পরিবার অনলাইনে ৬ হাজার টাকা পাঠায়। কিন্তু বুধবার রাতে তাদের জানানো হয়, মঞ্জুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঞ্জুরের দাদা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গিয়াসউদ্দিন লস্কর অভিযোগ করেন, হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রথমে তাঁকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করা হয় এবং পরে চুরির মিথ্যা অভিযোগে পিটিয়ে মারা হয়। পরিবার ওই ফোন নম্বরটি পুলিশকে দিয়েছে এবং অন্ধ্র পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছে। অন্ধ্রপ্রদেশে বর্তমানে টিডিপি-জেএসপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে।

তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, বিজেপি ও তাদের শরিক-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী সংখ্যালঘু শ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এবং মোদি সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত