রয়টার্সের এক্সক্লুসিভ
স্ট্রিম ডেস্ক

তাইওয়ানের প্রভাবশালী উপপররাষ্ট্র মন্ত্রী ফ্রাঁসোয়া উ গোপনে ইসরায়েল সফর করেছেন। ফ্রাঁসোয়ার এই সফর সম্পর্কে অবগত এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঁসোয়া এমন সময় ইসরায়েল সফর করলেন, যখন দেশটি থেকে তাইওয়ান সামরিক সহযোগিতা পেতে চাইছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে বলেছে, সাম্প্রতিক সপ্তাহে ফ্রাঁসোয়া ইসরায়েলে যান। দুটি সূত্র জানিয়েছে, চলতি মাসেই ফ্রাঁসোয়া এই সফরে গিয়েছিলেন।
তবে সূত্রগুলো তাঁর এই সফর সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কি নিয়ে আলোচনা হয়েছে তাও জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তাইওয়ানের নতুন মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা টি-ডোম নিয়ে আলোচনা হয়েছে কিনা তাও জানা যায়নি। গত অক্টোবরেই আংশিকভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি এই ব্যবস্থার উদ্বোধন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে।
ফ্রাঁসোয়ার ইসরায়েল সফর সম্পর্কে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চায় রয়টার্স। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতন্ত্র এবং স্বাধীনতার ব্যাপারে তাইওয়ান এবং ইসরায়েল একই মনোভাব পোষণ করে। বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে সুবিধা বিবেচনায় দুই পক্ষই পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখবে।
চীনের চাপের কারণে খুব কম দেশের সঙ্গেই তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক আছে। কারণ চীনের দাবি, তাওয়ান দ্বীপটি কোনো দেশ নয়, তাদের একটি প্রদেশ। অধিকাংশ দেশের মতো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তাইপের সঙ্গে নেই। তাই তাইওয়ানের শীর্ষস্থানীয় কূটনীতিকের এমন বিদেশ সফর, বিশেষত ইসরায়েলের মতো দেশে বিরল ঘটনা।
যদিও তাইওয়ান মনে করে ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অংশীদার। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিয়েছে তাইওয়ান। মূলত তারপর থেকেই ইসরায়েলের সঙ্গে তাইওয়ানের যোগাযোগ বাড়তে থাকে।
উল্লেখ্য, ফ্রাঁসোয়া উ আগে প্যারিসে তাইওয়ানের কার্যত অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে তাওয়ানের পক্ষে প্রচারকারী সবচেয়ে পরিচিতি মুখ। গত ১৯ নভেম্বর বার্লিন নিরাপত্তা সম্মেলনে উপস্থিতি প্রকাশ্যে তার সর্বশেষ বিদেশ সফর ছিল।

তাইওয়ানের প্রভাবশালী উপপররাষ্ট্র মন্ত্রী ফ্রাঁসোয়া উ গোপনে ইসরায়েল সফর করেছেন। ফ্রাঁসোয়ার এই সফর সম্পর্কে অবগত এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রাঁসোয়া এমন সময় ইসরায়েল সফর করলেন, যখন দেশটি থেকে তাইওয়ান সামরিক সহযোগিতা পেতে চাইছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো রয়টার্সকে বলেছে, সাম্প্রতিক সপ্তাহে ফ্রাঁসোয়া ইসরায়েলে যান। দুটি সূত্র জানিয়েছে, চলতি মাসেই ফ্রাঁসোয়া এই সফরে গিয়েছিলেন।
তবে সূত্রগুলো তাঁর এই সফর সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কি নিয়ে আলোচনা হয়েছে তাও জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি তাইওয়ানের নতুন মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা টি-ডোম নিয়ে আলোচনা হয়েছে কিনা তাও জানা যায়নি। গত অক্টোবরেই আংশিকভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি এই ব্যবস্থার উদ্বোধন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে।
ফ্রাঁসোয়ার ইসরায়েল সফর সম্পর্কে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চায় রয়টার্স। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গণতন্ত্র এবং স্বাধীনতার ব্যাপারে তাইওয়ান এবং ইসরায়েল একই মনোভাব পোষণ করে। বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতির মতো ক্ষেত্রগুলোতে সুবিধা বিবেচনায় দুই পক্ষই পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখবে।
চীনের চাপের কারণে খুব কম দেশের সঙ্গেই তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক আছে। কারণ চীনের দাবি, তাওয়ান দ্বীপটি কোনো দেশ নয়, তাদের একটি প্রদেশ। অধিকাংশ দেশের মতো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তাইপের সঙ্গে নেই। তাই তাইওয়ানের শীর্ষস্থানীয় কূটনীতিকের এমন বিদেশ সফর, বিশেষত ইসরায়েলের মতো দেশে বিরল ঘটনা।
যদিও তাইওয়ান মনে করে ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অংশীদার। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন দিয়েছে তাইওয়ান। মূলত তারপর থেকেই ইসরায়েলের সঙ্গে তাইওয়ানের যোগাযোগ বাড়তে থাকে।
উল্লেখ্য, ফ্রাঁসোয়া উ আগে প্যারিসে তাইওয়ানের কার্যত অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে তাওয়ানের পক্ষে প্রচারকারী সবচেয়ে পরিচিতি মুখ। গত ১৯ নভেম্বর বার্লিন নিরাপত্তা সম্মেলনে উপস্থিতি প্রকাশ্যে তার সর্বশেষ বিদেশ সফর ছিল।

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
৪ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১২ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে