leadT1ad

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ, পড়বে কুয়াশা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯: ১৩
ঢাকার বসিলা এলাকায় ভোরের কুয়াশা। স্ট্রিম ছবি

রাজধানীতে শীতের তীব্রতা কমে এলেও গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রোববারের শেষরাত থেকে সকালেও কুয়াশা পড়তে পারে।

এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় হালকা কুয়াশা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় রেকর্ড অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত