leadT1ad

নির্বাচনে নতুন মুখ ১৬৯৬, উচ্চশিক্ষার আধিক্য

তরুণ নেতৃত্ব এলে এক ধরনের সম্ভাবনা থাকে যে তারা একটু কমিটেড থাকবেন, নতুন কিছু নিয়ে আসবেন। কিন্তু অভিজ্ঞ সংসদ সদস্য না থাকলে সংসদীয় প্রক্রিয়ায় সমস্যা হয়।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক

আসন্ন সংসদ নির্বাচনের সিংহভাগ প্রার্থী প্রথমবার ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। শুধু তা-ই নয়, গত চারটি নির্বাচনের তুলনায় এবারের প্রার্থীরা কম বয়সী এবং উচ্চশিক্ষিত। হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এসব তথ্য জানিয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে ১ হাজার ৬৯৬ প্রার্থী প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ১ হাজার ৯৬৯। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন ১ হাজার ৮৬১ জন।

বিশ্লেষকেরা বলছেন, মোট প্রার্থীর অনুপাতে সংখ্যাটি বিশাল। অভিজ্ঞ রাজনীতিকদের চেয়ে এবার নবীনরা ভোটের মাঠে বেশি সরব। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন স্ট্রিম বলেন, গত তিন নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তাদের অনেকেই এবারের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। ২০০৮ সালের ইলেকশনে যারা অংশ নিয়েছেন, তাদের অনেকেই নির্বাচন করছেন না। বিএনপির প্রবীণ নেতারা রাজনৈতিকভাবে সক্রিয় নন। তাদের কেউ অবসরে, কেউ মারা গেছেন। ফলে নির্বাচনে নতুন মুখ আসবে– এটাই স্বাভাবিক।

অর্ধেকের বেশি তরুণ ও মধ্যবয়সী

প্রার্থীদের বয়সের বিন্যাসেও এসেছে পরিবর্তন। হলফনামার তথ্য বলছে, মোট প্রার্থীর ৫৮ দশমিক ২৯ শতাংশের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অর্থাৎ অর্ধেকের বেশি প্রার্থী তরুণ কিংবা মধ্যবয়সী। এর মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীর হার ৯ দশমিক ৪১ শতাংশ। সবচেয়ে বেশি প্রার্থী ৪৫ থেকে ৫৪ বছর বয়সী, যা মোট প্রার্থীর প্রায় ৩০ শতাংশ (২৯ দশমিক ৮৮)। ৩৫ থেকে ৪৪ বছর বয়সী প্রার্থী ১৯ শতাংশ।

টিআইবির পর্যালোচনা বলছে, গত চারবার (২০০৮ থেকে ২০২৪) ও এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে পরিসংখ্যানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ‘কম বয়সী’ পাওয়া গেছে। ৫৫ থেকে ৬৫ বছর বয়সসীমার প্রার্থী ২৪ শতাংশের মতো।

অধ্যাপক মহিউদ্দিন মনে করেন, তরুণ নেতৃত্ব এলে এক ধরনের সম্ভাবনা থাকে যে তারা একটু কমিটেড থাকবেন, নতুন কিছু নিয়ে আসবেন। কিন্তু অভিজ্ঞ সংসদ সদস্য না থাকলে কিন্তু সংসদীয় প্রক্রিয়ায় সমস্যা হয়। ফলে সম্ভাবনা যেমন আছে, চ্যালেঞ্জও রয়েছে। নতুন নেতৃত্ব কতটা মানিয়ে নিতে পারবে তার ওপর সম্ভাবনা নির্ভর করছে। অর্থাৎ তারা কতটা রাজনৈতিক বা সংসদীয় প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান রাখেন– তার ওপর।

আবার তরুণ বেশি হলেই যে পার্লামেন্ট অচল হয়ে যাবে, আবার বয়স্ক থাকলে যে পার্লামেন্ট খুব ভালো চলবে– তা নয় বলেও মন্তব্য করেন অধ্যাপক মহিউদ্দিন।

সেন্টার ফর গভরন্যান্স স্টাডিজের সাবেক এই পরিচালক বলেন, পার্লামেন্টে যারা যাচ্ছেন, তারা পেশাগতভাবে কতটা রাজনীতিবিদ, তারা পার্লামেন্টটাকে আসলে কীভাবে দেখছেন, আইন তৈরির বডি হিসেবে দেখছেন, নাকি এটাকে টাকা বানানোর বডি হিসেবে দেখছেন– সেটাই আসল ব্যাপার। আইন প্রণয়ন করতে গেলে সেই জ্ঞান, সেই প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। তাহলে সংসদে ভালো অবদান রাখা যাবে।

উচ্চশিক্ষিত প্রার্থীর আধিক্য

নির্বাচনে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের বেশি প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। ৪৭ দশমিক ৯৮ শতাংশ প্রার্থী স্নাতকোত্তর এবং ২৮ শতাংশের বেশি প্রার্থী স্নাতকধারী। উচ্চমাধ্যমিকের ৮ দশমিক ৯৪, মাধ্যমিক পাস ৬ দশমিক ৫৪ ও স্বশিক্ষিত প্রার্থী মাত্র ৫ দশমিক ৬৩ শতাংশ।

শিক্ষিত লোকজন রাজনীতিতে আসছেন, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক হলেও কে এম মহিউদ্দিন শঙ্কা প্রকাশ করে বলেন, ডিগ্রিধারী হলেই যে সংসদে খুব ভালো করবেন, খুব ন্যায়বিচার করবেন–এমন নয়। বিগত সংসদগুলোতে ডিগ্রিধারীর সংখ্যা বেশি ছিল, পিএইচডি ডিগ্রিধারী ছিল কিন্তু সেসব সংসদ ছিল নিষ্ক্রিয়।

আগের ১২ নির্বাচনে যত দল ও প্রার্থী

  • ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮টি দল অংশ নেয়। সেবার ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ১ হাজার ৮৯৬ প্রার্থী ছিল। কিন্তু পরে আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর দাঁড়ায় ১ হাজার ৯৭০ জন; তার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪; স্বতন্ত্র ৪৩৬ জন। সবচেয়ে বেশি ২৬৬ প্রার্থী ছিল আওয়ামী লীগের। এরপরই ছিল জাতীয় পার্টির ২৬৫ জন।
  • ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ১ হাজার ৮৬১ জন। দল অংশ নেয় ৩৯টি। দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩ জন; স্বতন্ত্র ১২৮ জন।
  • ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। সেই নির্বাচনে ১৫৩টি আসনে একজন করে প্রার্থী ছিল বলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৪৭ আসনে প্রার্থী ছিলেন ৩৯০ জন, এর মধ্যে স্বতন্ত্র ছিলেন ১০৪।
  • দল নিবন্ধনের পদ্ধতি চালুর পর ২০০৮ সালে নবম সংসদ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ২৮টি দল; প্রার্থী ছিলেন ১ হাজার ৫৬৭ জন।
  • নিবন্ধন চালু হওয়ার আগে অষ্টম সংসদ নির্বাচনে ৫৫টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ১ হাজার ৯৩৯ জন।
  • সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি দল অংশ নেয়, ২ হাজার ৫৭২ প্রার্থী ছিলেন।
  • ষষ্ঠ সংসদ নির্বাচনে ১ হাজার ৪৫০ প্রার্থী ছিলেন, দল ছিল ৪২টি।
  • পঞ্চম সংসদ নির্বাচনে ৭৫টি দল অংশ নেয়, প্রার্থী ছিল ২ হাজার ৭৮৭ জন।
  • চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিয়েছিল, প্রার্থী ছিলেন ৯৭৭ জন।
  • তৃতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৫২৭ প্রার্থী ছিলেন, দল ২৮টি।
  • দ্বিতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ২ হাজার ১২৫ জন।
  • প্রথম সংসদ নির্বাচনে ১৪টি দল অংশ নেয়; ১ হাজার ৯১ প্রার্থী ছিলেন।
Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত