leadT1ad

গাজীপুরে জাল টাকার ‘কারখানা’, সরঞ্জামসহ আটক ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৩: ০৪
র‌্যাবের উদ্ধার করা উপকরণ। সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই জালনোট ছাপানোর কাজ করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব-১।

বাহিনীটি জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত ১১টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো নাফিজ বিন জামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালায় র‍্যাব। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল টাকা তৈরির কারখানাটি।

অভিযানে আটক তিনজনের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল নোটসহ টাকা তৈরির কাগজ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। পাশাপাশি প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নাফিজ বিন জামাল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত