leadT1ad

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ: শনিবার থেকে গ্যাস সংকটের আভাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩: ১৮
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লোগো। ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে পরদিন রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক সমস্যা হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তিতাসের আওতাভুক্ত সব এলাকাতেই এই সমস্যা দেখা দেবে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত