স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ওয়ারীতে কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ ও জনতা মিলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন। এতে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটির একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে লক্ষ্য করে বলছে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’
প্রত্যক্ষদর্শীরা স্ট্রিমকে জানান, গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ১৭ বছর বয়সী কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ৬ থেকে ৭ জনের একটি দল। তারা রেদোয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সাধারণ মানুষ জড়ো হয় এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুলকে (১৯) আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
ওয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘প্রায় কাছাকাছি বয়সী একদল যুবক মারামারি করছিল। তারা কিশোর গ্যাং নন, উভয় পক্ষই নিজেদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। যে ছেলেটি খুব বেশি আঘাতের শিকার তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত চলছে।’
ফয়সাল আহমেদ আরো জানান, পূর্বশত্রুতার জেরে আক্রমণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আর এ ঘটনায় নীরব না থেকে এলাকাবাসী এগিয়ে আসাটাও গুরুত্বপুর্ণ।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) পাশে সোহাগ নামে এক ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে প্রকাশ্যে ও নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই, ওয়ারীর হাটখোলা রোডে আরও একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটছিল। তবে সচেতন সাধারণ মানুষ এবং দায়িত্বশীল এক পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ভেস্তে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতিরোধই পারে সমাজে নিরাপত্তা এবং সচেতনতা ফিরিয়ে আনতে।

রাজধানীর ওয়ারীতে কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ ও জনতা মিলে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন। এতে দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটির একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে লক্ষ্য করে বলছে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’
প্রত্যক্ষদর্শীরা স্ট্রিমকে জানান, গতকাল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ১৭ বছর বয়সী কিশোর সৈয়দ রেদোয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ৬ থেকে ৭ জনের একটি দল। তারা রেদোয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সাধারণ মানুষ জড়ো হয় এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
হামলাকারীদের মধ্যে আব্দুর রহিম মাহি (১৯) ও সাব্বির হোসেন রাতুলকে (১৯) আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
ওয়ারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘প্রায় কাছাকাছি বয়সী একদল যুবক মারামারি করছিল। তারা কিশোর গ্যাং নন, উভয় পক্ষই নিজেদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। যে ছেলেটি খুব বেশি আঘাতের শিকার তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাদের ব্যাপারে তদন্ত চলছে।’
ফয়সাল আহমেদ আরো জানান, পূর্বশত্রুতার জেরে আক্রমণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আর এ ঘটনায় নীরব না থেকে এলাকাবাসী এগিয়ে আসাটাও গুরুত্বপুর্ণ।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) পাশে সোহাগ নামে এক ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে প্রকাশ্যে ও নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই, ওয়ারীর হাটখোলা রোডে আরও একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটছিল। তবে সচেতন সাধারণ মানুষ এবং দায়িত্বশীল এক পুলিশ সার্জেন্টের তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ভেস্তে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতিরোধই পারে সমাজে নিরাপত্তা এবং সচেতনতা ফিরিয়ে আনতে।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৩ ঘণ্টা আগে