leadT1ad

ডাকসু ছিল বেশ্যাখানা, মাদকের আড্ডাস্থল: জামায়াত নেতা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরগুনা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ৫৯
বক্তব্য দিচ্ছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। ইসলামী ছাত্রশিবির সেই অনৈতিক জায়গা থেকে ডাকসুতে পরিবর্তন এনেছে বলেও দাবি করেন তিনি।

গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনের এক নির্বাচনী জনসভায় তিনি এই বিতর্কিত বক্তব্য দেন।

জনসভায় শামীম আহসান দাবি করেন, ইসলামী ছাত্রশিবির ডাকসুকে তথাকথিত অনৈতিকতার জায়গা থেকে ‘পরিবর্তন’ করেছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই জামায়াত রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ইতিহাস ও মর্যাদার সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানকে এমন ভাষায় আক্রমণ করায় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে এই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা চাইলে শামীম আহসান দাবি করেন তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা নিয়ে কথা বলেছেন। তবে ‘বেশ্যাখানা’ শব্দ ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জনসভায় উপস্থিত জামায়াত সমর্থিত প্রার্থী ডা. সুলতান আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত