বিতর্কের পর শাজাহান চৌধুরী
‘আমাদের কথায় প্রশাসন উঠবে, আমাদের কথায় বসবে’– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এমন বক্তব্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক দেখা দিয়েছে। এ বিষয়ে তাঁর দল বলেছে, বক্তব্যটি শাজাহান চৌধুরীর একান্ত ব্যক্তিগত। জামায়াত এ ধরনের বক্তব্য সমর্থন করে না।