স্ট্রিম সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের তিন গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১৯ লাখ টাকা সরানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তাদের টাকা সরানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক আবুল বশরের অ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তাঁর প্রবাসী ছেলে মনসুর আলমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ছোট ছেলে ইফতেখার আলমের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৯৫ হাজার টাকা।
গ্রাহকের অজান্তেই এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। গত ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আবুল বশর জানান, তিনি কোনো লেনদেন করেননি।
মানববন্ধনে ভুক্তভোগীরা শাখা ম্যানেজার দিদারুল আলম ও জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুর রহমানকে দায়ী করেন। আবুল বশরের অভিযোগ, টাকা উদ্ধারের কথা বলে ব্যাংকের ম্যানেজার তাঁর কাছে ঘুষ দাবি করেছেন। প্রথমে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানালেও ঘুষ না দেওয়ায় উদ্ধার কাজে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেন ম্যানেজার।
অভিযোগ অস্বীকার করে শাখা ম্যানেজার দিদারুল আলম বলেন, টাকাগুলো অ্যাপসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অ্যাপসের লেনদেন প্রধান কার্যালয় সরাসরি তদারকি করে। তাই এই জালিয়াতিতে তাঁর বা শাখার কর্মকর্তাদের দায় নেই। বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে ও তদন্ত দল শাখা পরিদর্শন করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লেনদেনের যাবতীয় তথ্য ও জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছে।

ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের তিন গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১৯ লাখ টাকা সরানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তাদের টাকা সরানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক আবুল বশরের অ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তাঁর প্রবাসী ছেলে মনসুর আলমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ছোট ছেলে ইফতেখার আলমের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৯৫ হাজার টাকা।
গ্রাহকের অজান্তেই এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। গত ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আবুল বশর জানান, তিনি কোনো লেনদেন করেননি।
মানববন্ধনে ভুক্তভোগীরা শাখা ম্যানেজার দিদারুল আলম ও জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুর রহমানকে দায়ী করেন। আবুল বশরের অভিযোগ, টাকা উদ্ধারের কথা বলে ব্যাংকের ম্যানেজার তাঁর কাছে ঘুষ দাবি করেছেন। প্রথমে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানালেও ঘুষ না দেওয়ায় উদ্ধার কাজে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেন ম্যানেজার।
অভিযোগ অস্বীকার করে শাখা ম্যানেজার দিদারুল আলম বলেন, টাকাগুলো অ্যাপসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অ্যাপসের লেনদেন প্রধান কার্যালয় সরাসরি তদারকি করে। তাই এই জালিয়াতিতে তাঁর বা শাখার কর্মকর্তাদের দায় নেই। বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে ও তদন্ত দল শাখা পরিদর্শন করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লেনদেনের যাবতীয় তথ্য ও জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
৩৩ মিনিট আগে
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নামে এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।
৩৯ মিনিট আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে