সিলেটের কানাইঘাটে রাস্তা থেকে তুলে নিয়ে সাইফুল ইসলাম (২০) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায় টাকা লেনদেনসংক্রান্ত বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
কানাইঘাট থানা-পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সাইফুল ইসলাম উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত শাকিল আহমদ (২৫) একই এলাকার বাসিন্দা। ঘটনার পরই তিনি গা-ঢাকা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শাকিল ও সাইফুল একসঙ্গে গরু কেনাবেচাসহ অন্যান্য কারবার করতেন। এতে টাকা লেনদেন নিয়ে শাকিলের সঙ্গে বিরোধ ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় সাইফুল বাড়ি থেকে দনা বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় পথে তাঁকে একা পেয়ে মোটরসাইকেলে তুলে নেন শাকিল ও তাঁর এক সঙ্গী।
এদিকে খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন শাকিলের বাড়িতে যান। সেখানে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। কারা কী জন্য তাঁকে হত্যা করেছে, সে বিষয়টি জানার পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
আজ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নুর আলম বলেন, ‘তাঁরা (শাকিল ও সাইফুল) সীমান্তে গরু চোরাচালান করতেন। টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ তাঁদের চলছিল। এ জন্য সাইফুলকে ধরে নিয়ে কুপিয়ে, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দাফন শেষে রাতেই তাঁর পরিবার থেকে এজহার দায়ের করবে। আমরা আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।’