leadT1ad

ঢাকায় শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২০: ৪৩
স্ট্রিম গ্রাফিক

রাজধানীতে নির্বাচনী প্রচারের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। নিষেধাজ্ঞা থাকলেও দেয়ালে সাটানো হচ্ছে পোস্টার। শুক্রবার (২৩ জানুয়ারি) সরেজমিন রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের পোস্টার পাওয়া যায়।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলিতে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের পোস্টার পাওয়া যায়। এ ব্যপারে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বক্তব্য পাওয়া যায়নি।

এই আসনের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী জানিয়েছেন, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা। এক এলাকার পোস্টার নামালে, অন্যদিকে উঠে যাচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার চালাতে পারবেন। এ সময়ে প্রার্থীদের নির্বাচন কমিশনের (ইসি) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলতে হবে।

এবার প্রচারে যেকোনো ধরনের পোস্টার লাগানো নিষিদ্ধ। প্রচার লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন এবং ব্যানার তৈরিতে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক বা অন্য কোনো পরিবেশের জন্য ক্ষতিকর ও পচনশীল নয়– এমন উপাদান ব্যবহার করা যাবে না।

ঢাকা-৭ (লালবাগ-কামরাঙ্গীরচর) আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। পুরোনো ঢাকার বিভিন্ন দেয়ালে তাঁর পোস্টার দেখা গেছে। শুধু পোস্টার নয়, তাতে নিজের ছবিসহ ৯টি ছবি ব্যবহার করা হয়েছে। আচরণবিধি অনুযায়ী, প্রচারে ব্যবহৃত লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে প্রতীক এবং নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি রাখা যাবে না। প্রার্থী কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের হলে, ওই দলের প্রধানের ছবি রাখতে পারবেন।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন ঘুরে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের অসংখ্য পোস্টার পাওয়া গেছে। বিভিন্ন বাড়ির দেয়াল, বৈদ্যুতিক খুঁটিতে শোভা পাচ্ছে পোস্টার। যানবাহনসহ অন্য প্রার্থীর পোস্টারের ওপর সাটানো হয়েছে গয়েশ্বরের পোস্টার।

ঢাকা-৮ (মতিঝিল-রমনা) আসনের সংসদীয় এলাকা শাহবাগ। এই এলাকায় ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টার দেখা গেছে। মেট্রোরেলের পিলার, এমনকি ভাস্কর্যেও সাটানো হয়েছে এনসিপির এই নেতার পোস্টার।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্ট্রিমকে বলেন, শুধু ঢাকা নয়, আমরা সারাদেশেই আচরণবিধি লঙ্ঘনের উল্লেখযোগ্য অভিযোগ পেয়েছি। আচরণবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত