leadT1ad

আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৬: ২১
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

আইপিএল ইস্যুতে ভারত ও বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে ও সরকার উদার বাণিজ্যে বিশ্বাসী।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য চালু রয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হওয়া পর্যন্ত আমরা দেশভিত্তিক কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিই না।’ ভারতের সঙ্গে নেওয়া বিভিন্ন বাণিজ্যিক পদক্ষেপের কোনো প্রভাব পড়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

রপ্তানি বাণিজ্যে কিছুটা ধীরগতির কথা স্বীকার করে শেখ বশিরউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে আগামী ১৯ জানুয়ারি সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনায় দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় প্রভাব পড়ে না। গত মে মাসে ভারত স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় বাংলাদেশের রপ্তানি কমেছে, তবে ঢাকা এর বিপরীতে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি।

ভারতে পাট রপ্তানি বন্ধের বিষয়ে সচিব স্পষ্ট করেন, দেশের অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য সরকারের নেই।

আমদানি নীতিতে বড় পরিবর্তনের আভাস

এদিকে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের আরও জানান, বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণের লক্ষ্যে নতুন আমদানি নীতি আদেশে (আইপিও) বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিদ্যমান নীতি (২০২১–২০২৪) সংস্কার করে ২০২৫–২০২৮ মেয়াদের জন্য খসড়া তৈরি করা হয়েছে।

শেখ বশিরউদ্দিন বলেন, ‘আমদানি নীতিতে আমরা উদারীকরণ ও সহজীকরণের প্রচেষ্টা চালিয়েছি। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকেই এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’ বাংলাদেশ ব্যাংকসহ সব অংশীজনের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ সময় বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন আনা হচ্ছে। আমরা ডব্লিউটিওর ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করেছি। সেই অনুযায়ী ব্যবসা-বাণিজ্য সহজ করতেই পুরো আইপিওজুড়ে বড় পরিবর্তন থাকবে।’

Ad 300x250

সম্পর্কিত