leadT1ad

ফেনীতে সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২০: ৫৫
প্রতীকী ছবি

ফেনীতে রেললাইনের পাশে একটি গাছে জেলা জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাতটা দিকে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তারা বলছে, তাঁকে হত্যার মরদেহ ঝুলিয়া রাখা হয়েছে।

এনামুল হক সদর উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে পরিবার নিয়ে তিনি শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে ফেনীর আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সেরেস্তাদার পদে চাকরি করেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জেলার ফতেহপুর এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে একজন বাক্‌প্রতিবন্ধী রেললাইনের পাশে ঝোপের ভেতর একটি গাছের ডালে এনামুল হকের ঝুলন্ত মরদেহ দেখেন। পরে তিনি ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। স্থানীয় থানা ও নিহতের স্বজনদের খবর দেন তাঁরা। পরে পুলিশ এসে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে এহসানুল হক সৈকত জানান, সকাল সাতটার দিকে অফিসের উদ্দেশ্যে তাঁর বাবা বাসা থেকে থেকে বের হোন। পরে বেলা সাড়ে এগারোটার দিকে খবর পান, তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। দ্রুত ঘটনাস্থলে এসে মনে হয়েছে, তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে হত্যাকারীরা।

ফেনী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্র আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছেন তাঁরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত