বৃহস্পতিবার প্রকাশিত এক গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে ইসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সেই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুর-৪ জাতীয় সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন তাঁরা। তবে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আবারও এই কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীর গতিতে চলতে শুরু করেছে যানবাহন। এতে আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খাবার, পানি ও ভোগান্তির মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার পর গন্তব্যে রওনা হন তাঁরা।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড; ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক দুটি অবরোধ করেন ওই দুইটি ইউনিয়নের লোকজন। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাক পিকাপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কথা হলেও মূল দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা বলেন, স্থানীয় লোকজন প্রশাসন সিদ্ধান্ত মেনে নেবে না। আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে তারা কখনো আপস করবেন না। প্রয়োজনে দিনের পর দিন বসে থেকে মহাসড়ক আটকে রাখবেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।

ফরিদপুর-৪ জাতীয় সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন কেটে পাশের ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার দিকে ১২ ঘণ্টা অবরোধের পর কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন তাঁরা। তবে কাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাতটা থেকে আবারও এই কর্মসূচি শুরু করবে বলে জানা গেছে।
এদিকে অবরোধ তুলে নেওয়ার পর ধীর গতিতে চলতে শুরু করেছে যানবাহন। এতে আটকে থাকা যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। খাবার, পানি ও ভোগান্তির মধ্যে দীর্ঘ সময় আটকে থাকার পর গন্তব্যে রওনা হন তাঁরা।
বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড; ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক দুটি অবরোধ করেন ওই দুইটি ইউনিয়নের লোকজন। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাক পিকাপ মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কথা হলেও মূল দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা বলেন, স্থানীয় লোকজন প্রশাসন সিদ্ধান্ত মেনে নেবে না। আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি, তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে তারা কখনো আপস করবেন না। প্রয়োজনে দিনের পর দিন বসে থেকে মহাসড়ক আটকে রাখবেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা পর তিনটি মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় স্বাভাবিক হতে সময় লাগবে। আগামীকাল সকাল থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের মাধ্যমে জানতে পেরেছি।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী এবং হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি সামরিক অর্থনৈতিক অঞ্চল (মিলিটারি ইকোনমিক জোন) গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে নির্ধারিত ভারতীয় সরকার-টু-সরকার (জি-টু-জি) অর্থনৈতিক অঞ্চলের পরিবর্তে এই নতুন অঞ্চল স্থাপন করা হবে।
৩ মিনিট আগে
যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩১ মিনিট আগে
অমর একুশে বইমেলা ২০২৬ পবিত্র রমজান মাসের পরিবর্তে ঈদুল ফিতরের পর আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
৩৭ মিনিট আগে
ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ সেশন) মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল
১ ঘণ্টা আগে