leadT1ad

দিনভর ঘেরাও কর্মসূচির পর ইসি সচিবের সঙ্গে বৈঠকে ছাত্রদল নেতারা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসেছেন ছাত্রদল নেতারা। ছবি: সংগৃহীত

দিনভর ঘেরাও কর্মসূচি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সচিবের কার্যালয়ে প্রবেশ করে।

সাক্ষাতের আগে ছাত্রদল সভাপতি জানান, ইসি কার্যালয়ের সামনে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ সচিব তাঁদের আলোচনার জন্য ডেকেছেন।

এর আগে তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে নির্বাচন ভবনের সামনের সড়ক অবরোধ করে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে ব্যালট পেপার নিয়ে অনিয়ম করেছে। ইসির ভেতরে থাকা কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদেই এমনটি ঘটেছে বলে তিনি দাবি করেন। গণমাধ্যমে ইসির সিদ্ধান্ত পরিবর্তনের খবর এলেও তাঁরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত নন বলেও জানিয়েছেন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত