স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে জেতার উদ্দেশ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন। বিএনপি এই ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়গুলো আমরা তাঁদের গোচরীভূত করেছি।’ এ সময় এসব কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তাঁরা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অনুরোধ করেছি।’
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স)। এই বিষয়ে আমরা ইতিপূর্বে জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। এ জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’
তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনি এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তনপূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনি এলাকায় কোন কোন তারিখে এবং কী কারণে স্থানান্তর করা হয়েছে, তাঁর বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য অনুরোধ করেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ আচরণ করছে। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের নিবন্ধিত ভোটারদের ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ আমরা দিয়ে এসেছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি। এ ছাড়া যারা নির্বাচনের দিন দায়িত্বে থাকবেন, তাঁদের পোস্টাল ব্যালট যেন প্রতীক বরাদ্দের পরেই দেওয়া হয়। সঠিকভাবে একটি পোস্টাল ব্যালট ব্যবস্থা করার অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা পক্ষপাতমূলক ব্যবস্থা ও কিছুটা পক্ষপাত (বায়াসড) লক্ষ্য করছি। আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাঁদের অনুরোধ জানিয়েছি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

নির্বাচনে জেতার উদ্দেশ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন। বিএনপি এই ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়গুলো আমরা তাঁদের গোচরীভূত করেছি।’ এ সময় এসব কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তাঁরা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অনুরোধ করেছি।’
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স)। এই বিষয়ে আমরা ইতিপূর্বে জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। এ জন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’
তিনি বলেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন নির্বাচনি এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তনপূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনি এলাকায় কোন কোন তারিখে এবং কী কারণে স্থানান্তর করা হয়েছে, তাঁর বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য অনুরোধ করেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ আচরণ করছে। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের নিবন্ধিত ভোটারদের ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট যেভাবে মুদ্রণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ আমরা দিয়ে এসেছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি। এ ছাড়া যারা নির্বাচনের দিন দায়িত্বে থাকবেন, তাঁদের পোস্টাল ব্যালট যেন প্রতীক বরাদ্দের পরেই দেওয়া হয়। সঠিকভাবে একটি পোস্টাল ব্যালট ব্যবস্থা করার অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা পক্ষপাতমূলক ব্যবস্থা ও কিছুটা পক্ষপাত (বায়াসড) লক্ষ্য করছি। আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাঁদের অনুরোধ জানিয়েছি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
৮ মিনিট আগে
নারীদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা ও তার বাজেট সংস্থান নিয়ে বিএনপি বাস্তবসম্মত চিন্তা করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতিগুলো দীর্ঘ গবেষণার ফসল ও সুযোগ পেলে তা বাস্তবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
দিনভর ঘেরাও কর্মসূচি শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল সচিবের কার্যালয়ে প্রবেশ করে।
৩ ঘণ্টা আগে
সমাজের প্রতিটি স্তরে নিজের জায়গা থেকে সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, নারী সমতা কেবল নারীদের বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি একটি সামগ্রিক অর্থনৈতিক ও জাতীয় ইস্যু।
৩ ঘণ্টা আগে