leadT1ad

ঢাকায় অনুমোদন ছাড়া ভবন হয়, রাজউক থাকে চোখ বন্ধ করে: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫: ৩৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হলেও নিয়ন্ত্রক সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ব্যবস্থা নেয় না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আজকে সামান্য ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন মারা গেল। আপনারা জানেন যে, এই ঢাকা শহরে প্রায় ৯৫ শতাংশ বিল্ডিং অনুমোদন ছাড়া তৈরি হয়। রাজউক চোখ বন্ধ করে থাকে।’

আজ রোববার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্লানিং ছাড়াই আমরা বাড়ি বানাই। বাড়ি বানিয়ে ভাড়া দিব। মানুষ অতি দ্রুত বড় হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেই পুকুর, সেই নদী আর রাখতে চাচ্ছে না। এমনভাবে টাকাকে করা হয়েছে দেবতা। এই কারণেই আজকে সামান্য একটা প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কেঁপে গেছি। বিপন্ন হয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘এইজন্যই আমরা বলছি, রাজনীতি যারা করছে তাদেরই হাতে রাজনীতি থাকতে হবে। অন্য কেউ যদি এখানে আসে ওই উপলব্ধিটা থাকবে না। সে বুঝবে না যে আমাদের পানি ও বায়ুটা বিশুদ্ধ হওয়া দরকার।’

ভূমিদস্যুরা খাল-বিল দখল করে সমাজের অধিপতি ও রাজনৈতিক নেতা বনে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘ভূমিদস্যুরা আবার রাজনৈতিক নেতা হচ্ছে। এরাই হচ্ছে সমাজের অধিপতি। প্রবল প্রভাব প্রতিপত্তির কারণে তাদের প্রতিষ্ঠানে গিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ ছেলে চাকরির ধরনা দিচ্ছে। খাল দখল করে, বিল দখল করে, পুকুর দখল করে, জায়গা দখল করে তারা বিরাট ধনের মালিক। সেখানে বুয়েটের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গিয়ে কাজ করছেন। এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে।’

Ad 300x250

সম্পর্কিত