leadT1ad

মামুনুল হকের আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮: ১১
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

১১ দলের ‘নির্বাচনী ঐক্য’ ভেঙে গেলেও, জামায়াতে ইসলামী গতকাল রোববার জানায়, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সম্মানে তাঁর নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না।

এর এক দিন পর ইসলামী আন্দোলনও একই ঘোষণা দিল ১০ দলের নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের জন্য। তিনি ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে নির্বাচন করছেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না। এখানে দলের যারা আছেন, তাদের প্রত্যাহার করে মামুনুল হককে সমর্থন দেওয়া হবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

গাজী আতাউর বলেন, ইসলামী আন্দোলন অন্য কোনো দলের সঙ্গে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে আমাদের প্রার্থী নেই, সেখানে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।

Ad 300x250

সম্পর্কিত