leadT1ad

অভ্যুত্থানের নায়কদের হত্যার টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। স্ট্রিম ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ এবং নির্বাচনকে বানচাল করার জন্য অভ্যুত্থানের নায়কদের টার্গেট করে হত্যা করা হচ্ছে।’

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘১৯৭১ সালে বিজয়ের ঠিক প্রাক্কালে যেমন জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, তেমনি চব্বিশের বিপ্লবের পরেও ষড়যন্ত্র থেমে নেই। আমরা দেখছি, ৫ আগস্টের পরেও একদল বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করার চেষ্টা করছে এবং গণহত্যার পক্ষে সাফাই গাইছে।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জননিরাপত্তার বিষয়ে সরকারের দুর্বলতা রয়েছে এবং মানুষের মনে এখনো পুরোপুরি আস্থা ফিরে আসেনি। এই সুযোগ নিয়ে অভ্যুত্থানের নেতা ও অংশগ্রহণকারীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। ওসমান হাদির ওপর হামলা তারই অংশ।’

নাহিদ ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি। ছবি: আশরাফুল আলম
নাহিদ ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছে এনসিপি। ছবি: আশরাফুল আলম

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে সরকারের ভেতরে-বাইরে যারা এই নীল নকশার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ওসমান হাদীর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে, যা ফ্যাসিস্ট শক্তিকে সুবিধা করে দেবে। ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি। আমাদের মধ্যে বিভক্তি থাকলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে।’

এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তিনি বলেন, ‘৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের লড়াই করতে হয়েছে এবং চব্বিশের বিপ্লবে সেই আত্মত্যাগ আবার করতে হয়েছে। চিন্তার স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ।’ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় এবং চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত