স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৪ নারীকে মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক মনোনয়ন তালিকায় এটিই সর্বোচ্চ। স্ট্রিমকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা জানিয়েছেন, তাদের প্রার্থী তালিকায় নারী আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে রাজনীতিতেও বাড়বে নারীরা অংশগ্রহণ।
ইতোমধ্যে বিএনপি ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে নারী মাত্র ১১। বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করা জামায়াতে ইসলামীতে কোনো নারীর ঠাঁই হয়নি। তুলনামূলক ছোট কয়েকটি দলে দুয়েকজন নারী প্রার্থী থাকলেও, একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন দলের সংখ্যা নেহায়েত কম না।
চলতি মাসের ৬ থেকে ২০ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিক্রি করে। এক হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম ধাপের ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আরও দুই দফা মিলে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করবেন তারা।
কারা পেলেন মনোনয়ন, কী বলছেন তারা
ঢাকার মোট ২০ আসনের ১৪টিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে এনসিপি। এর মধ্যে চারটিতে নারী প্রার্থী রয়েছে। তারা হলেন ঢাকা-৯ আসনে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ আসনে যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন ও ঢাকা-২০ আসনে প্রকৌশলী নাবিলা তাসনিদকে মনোনয়ন দিয়েছে এনসিপি।
প্রাথমিক মনোনয়ন পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে ডা. তাজনূভা জাবীন লিখেছেন, আমি মনেপ্রাণে চাই, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটা দল হোক, ভবিষ্যত হোক। এনসিপিই বিকল্প হোক। আমিসহ ১৪ নারীকে প্রাথমিক প্রার্থী তালিকায় মনোনয়ন দিয়েছে। সবাইকে অভিনন্দন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আশা করি, শিগগির আরো অনেকে যুক্ত হবেন। আমরা অনেক কঠিন পথ পাড়ি দিতে যাচ্ছি।
ঢাকায় প্রার্থী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। অন্যদিকে ঢাকা-১৬ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো দলটির হেভিওয়েট নেতারা।
অন্যদিকে সারাদেশে আরো ১০ নারীকে প্রাথমিক মনোয়নয়ন দিয়েছে এনসিপি। নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানাকে মনোনয়ন দিয়েছে এনসিপি। মনজিলা সুলতানা খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী ও দক্ষিণাঞ্চলের সংগঠক।
অন্যান্য রাজনৈতিক দলের জন্য বার্তা
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা স্ট্রিমকে বলেছেন, নারীকে এগিয়ে নেওয়ার জন্য এবং সমতা সৃষ্টি করতে আমরা শুরু থেকেই নারীদের নির্বাচনের করার ব্যাপারে বলে আসছি। এই ধারাবাহিকতায় এটাকে আমাদের প্রথম পদক্ষেপ বলতে পারেন। এতগুলো আসনে নারী প্রার্থী দিয়ে আমরা অন্যান্য রাজনৈতিক ফোরামে বার্তা দিতে চাইছি।
তিনি বলেন, রাজনীতিতে আমরা সমতার প্রতিশ্রুতি দিয়েছি। এখন তা রক্ষা করছি। এটা আমরা অব্যাহত রাখব। আমাদের প্রার্থী ঘোষণার দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরো নারী মনোনয়ন পাবেন। আমরা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে।
নিজেদের প্রার্থী তালিকা নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মনোনয়ন তালিকা অন্তর্ভুক্তিমূলক হবে, আগেই বলেছি। এখানে আমরা নারী-পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণি-পেশার সমন্বয় করব।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৪ নারীকে মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক মনোনয়ন তালিকায় এটিই সর্বোচ্চ। স্ট্রিমকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা জানিয়েছেন, তাদের প্রার্থী তালিকায় নারী আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে রাজনীতিতেও বাড়বে নারীরা অংশগ্রহণ।
ইতোমধ্যে বিএনপি ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর মধ্যে নারী মাত্র ১১। বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করা জামায়াতে ইসলামীতে কোনো নারীর ঠাঁই হয়নি। তুলনামূলক ছোট কয়েকটি দলে দুয়েকজন নারী প্রার্থী থাকলেও, একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন দলের সংখ্যা নেহায়েত কম না।
চলতি মাসের ৬ থেকে ২০ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিক্রি করে। এক হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম ধাপের ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আরও দুই দফা মিলে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করবেন তারা।
কারা পেলেন মনোনয়ন, কী বলছেন তারা
ঢাকার মোট ২০ আসনের ১৪টিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে এনসিপি। এর মধ্যে চারটিতে নারী প্রার্থী রয়েছে। তারা হলেন ঢাকা-৯ আসনে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ আসনে যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন ও ঢাকা-২০ আসনে প্রকৌশলী নাবিলা তাসনিদকে মনোনয়ন দিয়েছে এনসিপি।
প্রাথমিক মনোনয়ন পেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে ডা. তাজনূভা জাবীন লিখেছেন, আমি মনেপ্রাণে চাই, এনসিপি বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী একটা দল হোক, ভবিষ্যত হোক। এনসিপিই বিকল্প হোক। আমিসহ ১৪ নারীকে প্রাথমিক প্রার্থী তালিকায় মনোনয়ন দিয়েছে। সবাইকে অভিনন্দন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আশা করি, শিগগির আরো অনেকে যুক্ত হবেন। আমরা অনেক কঠিন পথ পাড়ি দিতে যাচ্ছি।
ঢাকায় প্রার্থী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। অন্যদিকে ঢাকা-১৬ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো দলটির হেভিওয়েট নেতারা।
অন্যদিকে সারাদেশে আরো ১০ নারীকে প্রাথমিক মনোয়নয়ন দিয়েছে এনসিপি। নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানাকে মনোনয়ন দিয়েছে এনসিপি। মনজিলা সুলতানা খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী ও দক্ষিণাঞ্চলের সংগঠক।
অন্যান্য রাজনৈতিক দলের জন্য বার্তা
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা স্ট্রিমকে বলেছেন, নারীকে এগিয়ে নেওয়ার জন্য এবং সমতা সৃষ্টি করতে আমরা শুরু থেকেই নারীদের নির্বাচনের করার ব্যাপারে বলে আসছি। এই ধারাবাহিকতায় এটাকে আমাদের প্রথম পদক্ষেপ বলতে পারেন। এতগুলো আসনে নারী প্রার্থী দিয়ে আমরা অন্যান্য রাজনৈতিক ফোরামে বার্তা দিতে চাইছি।
তিনি বলেন, রাজনীতিতে আমরা সমতার প্রতিশ্রুতি দিয়েছি। এখন তা রক্ষা করছি। এটা আমরা অব্যাহত রাখব। আমাদের প্রার্থী ঘোষণার দ্বিতীয় ও তৃতীয় ধাপে আরো নারী মনোনয়ন পাবেন। আমরা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে।
নিজেদের প্রার্থী তালিকা নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মনোনয়ন তালিকা অন্তর্ভুক্তিমূলক হবে, আগেই বলেছি। এখানে আমরা নারী-পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণি-পেশার সমন্বয় করব।’

ফেনীর সোনাগাজীর নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার ভাই ফখরুল ইসলামের ঝুলন্ত মরদেহ রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (৮ ডিসেম্বর) বিকালে ডেমরার মোস্তাক হাজী এলাকার খালের পাশে একটি গাছে ঝুলছিল তাঁর মরদেহ।
৩ ঘণ্টা আগে
রাজধানীর আসনগুলোর মধ্যে ছয়টিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু এখানে নয়, প্রথম ধাপের ১২৫ আসনের কোথাও ঠাঁই হয়নি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের।
৩ ঘণ্টা আগে
বিএনপির নীতিনির্ধারকরা জিততে পারে এমন প্রার্থী ঠিক করার দিকে গুরুত্ব দিচ্ছেন। এ বিবেচনায় ফাঁকা রাখা ২৮টির মধ্যে শরিকদের জন্য সর্বোচ্চ ১৫ আসন রাখতে চাইছে।
৪ ঘণ্টা আগে
প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরও দুই দফা ঘোষণা করে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী।
৫ ঘণ্টা আগে