স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
সেলিম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি যোগ দিলাম এজন্য যে, এই দলটি গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রতীক। আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম।’
আমীর খসরু বলেন, বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। বিএনপিতে অনেকে যোগদান করছেন। আজ যারা যোগ দিলেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শেষে তিনি ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিতি ছিলেন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গত ২৭ নভেম্বর জানায় বিএনপি। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক এবং এক পর্যায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
দল বদলের বিষয়ে সেলিম জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে এক সময় বিএনপি থেকে তাঁকে সরে যেতে হয়েছিল। তবে হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন বলে জানান সেলিম।
বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন সেলিম। বিএনপির নীতিনির্ধারকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএলডিপি থেকে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএলডিপি বিলুপ্ত করে শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলন-সংগ্রামে সেলিমের ভূমিকা উল্লেখযোগ্য। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
সেলিম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি যোগ দিলাম এজন্য যে, এই দলটি গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রতীক। আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম।’
আমীর খসরু বলেন, বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। বিএনপিতে অনেকে যোগদান করছেন। আজ যারা যোগ দিলেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শেষে তিনি ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিতি ছিলেন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গত ২৭ নভেম্বর জানায় বিএনপি। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক এবং এক পর্যায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
দল বদলের বিষয়ে সেলিম জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে এক সময় বিএনপি থেকে তাঁকে সরে যেতে হয়েছিল। তবে হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন বলে জানান সেলিম।
বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন সেলিম। বিএনপির নীতিনির্ধারকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএলডিপি থেকে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএলডিপি বিলুপ্ত করে শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলন-সংগ্রামে সেলিমের ভূমিকা উল্লেখযোগ্য। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।

একটি রাজনৈতিক দল স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছে– বিগত বিএনপি সরকার নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দলটির দুই সদস্য বিএনপি সরকারে মন্ত্রী ছিলেন। বিএনপি এত খারাপ হলে তারা
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবীবুল্লাহ বাহার কলেজে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মাসুদ। তাঁর দাবি, ‘বহিরাগতদের কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়’।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের এই নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও এনেছে দলটি।
২ ঘণ্টা আগে