leadT1ad

নিজের দল বিলুপ্ত করে সওয়ার বিএনপিতে, কে এই সেলিম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

শাহাদাত হোসেন সেলিম। ছবি সংগৃহীত

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।

সেলিম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিতে আমি যোগ দিলাম এজন্য যে, এই দলটি গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রতীক। আমি আমার দল বিএলডিপিকে বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে এই দলে যোগ দিলাম।’

আমীর খসরু বলেন, বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান একটি বড় ও সাহসী সিদ্ধান্ত। বিএনপিতে অনেকে যোগদান করছেন। আজ যারা যোগ দিলেন, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শেষে তিনি ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম। ছবি সংগৃহীত
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম। ছবি সংগৃহীত

এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিতি ছিলেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গত ২৭ নভেম্বর জানায় বিএনপি। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরে আহ্বায়ক এবং এক পর্যায়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।

প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

দল বদলের বিষয়ে সেলিম জানান, ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। চট্টগ্রাম ও রামগঞ্জে দলের নির্দেশে কাজ করেছেন। যদিও পরিস্থিতির কারণে এক সময় বিএনপি থেকে তাঁকে সরে যেতে হয়েছিল। তবে হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন বলে জানান সেলিম।

বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদানকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করেন সেলিম। বিএনপির নীতিনির্ধারকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএলডিপি থেকে যেসব নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএলডিপি বিলুপ্ত করে শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলন-সংগ্রামে সেলিমের ভূমিকা উল্লেখযোগ্য। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত