leadT1ad

শাকসু নির্বাচন স্থগিত: ৪ দিনের কর্মসূচি ছাত্রশিবিরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ২৭
ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ায় চার দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (১৯ জানুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশের সব ক্যাম্পাসে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। পরদিন বুধবার (২১ জানুয়ারি) সবকটি জেলায় বিক্ষোভ মিছিল, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সব উপজেলা ও শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির।

কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবিরের ফেসবুক পোস্টে অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এর আগে, শাকসু নির্বাচন ‘বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর ছাত্রশিবির। মিছিলটি শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আগামীকাল শাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে এক রিটের পরিপ্রেক্ষিতে আজ চার সপ্তাহের জন্য এ নির্বাচন স্থগিতের ঘোষণা দেন হাইকোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এই আদেশ দেন।

নির্বাচনের অনুমতি দিয়ে ১৫ জানুয়ারি ইসির জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশীদসহ দুজন প্রার্থী ও একজন শিক্ষার্থী গতকাল রোববার (১৮ জানুয়ারি) রিটটি করেন।

এর আগে, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন না করার জন্য নির্দেশ দেয়। একই সঙ্গে পেশাজীবী সংগঠনসহ দেশব্যাপী সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজনের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ অবস্থায় নির্বাচন আয়োজনের জন্য অনুমতি দিতে ইসিতে ১৪ জানুয়ারি অনলাইনে চিঠি পাঠায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল ইসি।

Ad 300x250

সম্পর্কিত