leadT1ad

এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০: ৩৬
এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি)গভীর রাতে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায় দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন সমন্বয় কমিটির সচিব মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য তাহসিন রিয়াজ।

এনসিপি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান নির্বাচনী পরিস্থিতি এবং সার্বিক জাতীয় প্রেক্ষাপট নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Ad 300x250

সম্পর্কিত