স্ট্রিম ডেস্ক

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। আজ বুধবার (১৩ আগস্ট) সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ দিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পশ্চিম-মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে ৫ম দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পাতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, আপার, আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট ও করতোয়া নদীসমূহের পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী ২য় ও ৩য় দিন থেকে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। আজ বুধবার (১৩ আগস্ট) সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ দিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ পশ্চিম-মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং ৪র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে ৫ম দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পাতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা, আপার, আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট ও করতোয়া নদীসমূহের পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। একই সময়ে আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী ২য় ও ৩য় দিন থেকে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

অকারণে হর্ন দেওয়াকে ‘বদভ্যাস’ আখ্যা দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১ দিন আগে
রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২ দিন আগে
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, হর্ন বাজানো দীর্ঘদিনের বদভ্যাস। এটি পরিবর্তনে আইনের পাশাপাশি মানুষের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে।
৯ দিন আগে
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভোটের জন্য জনগণের কাছে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই চার কোটি মানুষকে পেছনে ফেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী নির্বাচনের ইশতেহারে উপকূলের মানুষের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।’
১৫ দিন আগে