leadT1ad

নাজিম হিকমত: রাষ্ট্র তাড়িয়েছিল, কিন্তু মানুষ তাঁকে মনে রেখেছে আজও

আজ ১৫ জানুয়ারি কবি নাজিম হিকমতের জন্মদিন। তাঁর জীবনের ১৭ বছরই কেটেছে স্বৈরশাসকের কারাগারে বন্দী হয়ে। এক সময় প্রাণশঙ্কায় তিনি নির্বাসিত হয়ে পাড়ি জমান রাশিয়ায়। তুরস্কের সরকার নাগরিকত্ব বাতিল করে তাঁকে চিরতরে নিষিদ্ধ করেছিল।

সব অত্যাচার সহ্য করেও নাজিম হিকমত আদর্শের কাছে মাথা নত করেননি। ছবি: স্ট্রিম গ্রাফিক

১৯০২ সালের আজকের দিনে (১৫ জানিয়ারি) জন্মেছিলেন কবি নাজিম হিকমত। আর ১৯৬৩ সালের ৩ জুন, স্বদেশ থেকে বহু দূরে মস্কোতে নির্বাসিত অবস্থায় তিনি চলে যান মহাকালের পথে। সেই সময়ে তাঁর স্বদেশ তুরস্কের ক্ষমতায় কে ছিলেন? এই প্রশ্নের উত্তর আমি বা আপনি কেউই মনে রাখার প্রয়োজন বোধ করি না।

নাজিম হিকমতকে কেবল প্রাণে বাঁচিয়ে রেখে কারাগারে তিলে তিলে মেরে ফেলার জন্য, ধুঁকে ধুঁকে যন্ত্রণা দেওয়ার জন্য, চিরতরে স্বদেশভূমিতে ফেরার পথ বন্ধ করে যে ক্ষমতাধর রাষ্ট্রনায়ক তাঁকে নির্বাসনে পাঠিয়েছিল, তাঁর নামও কেউ জানে না। বা জানলেও মনে রাখেনি। মনে রাখার মতো কিছু ছিল না বলেই হয়ত।

তুরস্কের সেই সময়ের সরকারপ্রধান আজ বিস্মৃত। ঠিক যেমন সময়ের নিয়মে একদিন হারিয়ে যাবেন বর্তমান তুরস্কের সরকারপ্রধানও। কিন্তু নাজিম হিকমত টিকে থাকবেন। টিকে থাকবেন গণমানুষের মনে তাঁর স্বপ্নে, দিন বদলের আর প্রতিবাদের শব্দে।

তুরস্কের বসজাদার একাধিক জায়গায়, পাবলিক প্লেসে, চেয়ার-টেবিলে, দেয়ালে নাজিম হিকমতের কবিতা খোদাই করা ও আঁকা । ছবি লেখকের সৌজন্যে
তুরস্কের বসজাদার একাধিক জায়গায়, পাবলিক প্লেসে, চেয়ার-টেবিলে, দেয়ালে নাজিম হিকমতের কবিতা খোদাই করা ও আঁকা । ছবি লেখকের সৌজন্যে

ঠিক যেমন ইতিহাস আজ আর তেমন করে উচ্চারণ করে না সিআইএ-সমর্থিত খুনি জেনারেল অগাস্তো পিনোশেটের নাম। ক্ষমতার জোরে তিনি একসময় ভয় তৈরি করেছিলেন, কিন্তু সময় সেই ভয়কে মুছে দিয়েছে। অথচ যত দিন যাচ্ছে কবি পাবলো নেরুদার নাম ততই উজ্জ্বল হচ্ছে মানুষের স্মৃতিতে, কবিতায়, ভালোবাসায়।

ঠিক তেমনই, স্পেনের স্বৈরশাসক ফ্রাংকোর কোনো ছবি আজ আর মানুষের দেয়ালে টাঙানো নেই। কিন্তু তাঁর আদেশে খুন হওয়া কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা আজ জীবন আর সূর্যের প্রতীক। কেবল আন্দালুসিয়ায় নয়, সারা পৃথিবীতেই। ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু কবিতা আলো হয়ে থাকে।

এটাই আপোসহীন কবির জয়। যার শব্দ বুলেটের চেয়েও শক্তিশালী। যার জীবনের ব্যপ্তি সময়ের চেয়েও দীর্ঘ। যার প্রতি ভালোবাসা কোনো সীমান্ত মানে না।

বসজাদার একাধিক জায়গায়, পাবলিক প্লেসে, চেয়ার-টেবিলে, দেয়ালে নাজিম হিকমতের কবিতা খোদাই করা ও আঁকা । ছবি লেখকের সৌজন্যে
বসজাদার একাধিক জায়গায়, পাবলিক প্লেসে, চেয়ার-টেবিলে, দেয়ালে নাজিম হিকমতের কবিতা খোদাই করা ও আঁকা । ছবি লেখকের সৌজন্যে

তুরস্কের জনপ্রিয় সিনেমা ‘মুজিজে’-এর দ্বিতীয় পর্বে একটি দৃশ্য আছে। এজিয়ান সাগরের তীরের এক জনপদে শুটিং করা সেই দৃশ্যে দেখা যায়—১৯৬৩ সালে যখন সামরিক তুর্কি সরকার কতৃক নির্বাসিত কবি নাজিম হিকমত দূর মস্কোতে মারা যান, তখন এক পত্রিকার হকার চিৎকার করে সংবাদপত্রের হেডিং বলতে থাকে, ‘বেইমান নাজিম হিকমত রাশিয়ায় মারা গেছে’।

এই কথা শুনেই সিনেমার এক মানবদরদী, সচেতন চরিত্র সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে ওঠে, ‘এমন এক অসাধারণ কবিকে বেইমান বলছে! এরা কেমন মানুষ?’

সিনেমার এই দৃশ্য দেখেই মনে পড়ে গিয়েছিল নিজের অভিজ্ঞতার কথা। এজিয়ান সাগরের ধারে তুরস্কের যে দুটি মাত্র দ্বীপ, তার একটির নাম বসজাদা। সেখানে একবার দিন দুয়েক থাকা হয়েছিল। দূরে তাকালে দেখা যেত গ্রীসের লেসবো দ্বীপ। বসজাদার একাধিক জায়গায়, পাবলিক প্লেসে, চেয়ার-টেবিলে, দেয়ালে নাজিম হিকমতের কবিতা খোদাই করা ও আঁকা দেখেছিলাম। রাষ্ট্র তাঁকে নির্বাসিত করেছিল, কিন্তু মানুষ আপন করে নিয়েছে।

শত শত বছর পরেও নাজিম হিকমত টিকে থাকবেন তুরস্কের দূরতম দ্বীপে। ছবি লেখকের সৌজন্যে
শত শত বছর পরেও নাজিম হিকমত টিকে থাকবেন তুরস্কের দূরতম দ্বীপে। ছবি লেখকের সৌজন্যে

সব অত্যাচার সহ্য করেও যে নাজিম হিকমত আদর্শের কাছে মাথা নত করেননি। যে নাজিম হিকমত বলেছিলেন, কবিরা ক্যানারি পাখির মতো। সারাজীবন খাঁচায় বন্দী করে রাখলেও তাঁরা সারাজীবন নিজের সুরই গাইবে। অন্য পাখির সুর নকল করবে না। ভয় পেয়ে অন্য কোনো আদর্শ মাথায় তুলে নেবে না।

শত শত বছর পরেও নাজিম হিকমত টিকে থাকবেন তুরস্কের দূরতম দ্বীপে, নামহীন পাহাড়ি জনপদে, পানশালার আড্ডায়। যেখানে তাঁকে আবিষ্কার করে উদ্বেলিত হবে দূর বাংলার কেউ। আর তিনি ছড়িয়ে থাকবেন, ভালোবাসার নৈবদ্য পাবেন বছরের প্রতিদিনই এই গ্রহের কোথাও না কোথাও।

উই আর ওয়ান হাফ অব অ্যান অ্যাপল

দ্য আদার হাফ ইজ দিস ইনরমাস ওয়ার্ল্ড

উই আর ওয়ান হাফ অব অ্যান অ্যাপল

দ্য আদার হাফ ইজ আওয়ার পিপল

ইউ আর ওয়ান হাফ অব অ্যান অ্যাপল

আই অ্যাম দ্য আদার হাফ

উই আর টু…

— নাজিম হিকমত

Ad 300x250

সম্পর্কিত