leadT1ad

ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে: হেফাজত নেতা আব্দুল হামিদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মানিকগঞ্জ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৮
মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে হেফাজতে ইসলামের সমাবেশ। স্ট্রিম ছবি

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রসঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবি আমির ​মওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেছেন, ‘হিন্দুদের হইয়া এই দেশে ওলামায়ে-একরামকে, মুসলমানকে জেলে দিতেছেন। আলেমদের বিরুদ্ধে মামলা দেন! আলেম-ওলামাদের গ্রেপ্তার করেন! আপনাদের মতো ডিসি-এসপিদের কন, খোলা মাঠে বিচার করা হবে।’

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে (বিজয় মেলার মাঠ) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবি আমির। দলটির মানিকগঞ্জ জেলা শাখা ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসম্মেলনের আয়োজন করে।

মওলানা আব্দুল হামিদ বলেন, ‘গত কয়েকদিন আগে মানিকগঞ্জে যে ঘটনা ঘটেছে, আর যদি প্রয়োজন হইয়াই যায়, তবে ৬৪টি জেলাতে সমাবেশ করবো আমরা। …বাংলাদেশ আলেম-ওলামাদের দেশ, তাওহিদী জনতার দেশ, হেফাজতে ইসলামের দেশ।’

বাউলদের উদ্দেশ্য করে হেফাজতের নায়েবি আমির ​বলেন, ‘এখনো সময় আছে, তওবা করে ফেরত আসো, তা-না হলে এই বাংলার মাটি কোনো ঠাঁই হবে না।’ ‘ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও’ বলেও বাউলদের হুঁশিয়ারি দেন তিনি।

জেলার ডিসি, এসপিসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে আব্দুল হামিদ, ‘প্রশাসনকে বলতে চাই, আপনারা কি মুসলমানের সন্তান, না কি বাউলের সন্তান? যদি মুসলমানদের সন্তান হোন, তবে আমাদের সঙ্গে থাকবেন। এবং যদি বাউলের সন্তান হোন, তবে তো আমাদের সঙ্গে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা দেখেন– আল্লাহ, ইসলাম, মক্কা মদিনা, রোজা, হজ্জ নিয়ে কি বলছে বাউলরা। তাঁরা সব জায়গাতে হাত দিছে, এই হাত গুলোকে ভেঙ্গে ফেলতে হবে।’

শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে ও মাকসুদুর রহমানের সঞ্চালনায় মহাসম্মেলনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবি আমির মাহফুজুল হক, মহিউদ্দিন রব্বানী, যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও স্থানীয় আলেম সমাজের নেতারা।

Ad 300x250

সম্পর্কিত