leadT1ad

দায়িত্ব পেলে উত্তরবঙ্গে সর্বপ্রথম তিস্তায় কোদাল দিয়ে কোপ দেব: শফিকুর রহমান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২৩: ২০
১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উত্তরবঙ্গের উন্নয়নে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি—উত্তরবঙ্গে সর্বপ্রথম তিস্তায় কোদাল দিয়ে কোপ দেব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করব। কার ভালো লাগল আর কার লাগল না, তা দেখার সময় আমাদের নেই। তিস্তা জীবন ফিরে পেলে গোটা উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে।

ঢাকা থেকে আকাশপথে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, উপর থেকে নদীগুলোকে বিশাল মরুভূমির মতো মনে হয়েছে। বাজেট বরাদ্দ হলেও নদীর বালু ওঠেনি, টাকা পকেটে ও পেটে চলে গেছে। যার কারণে নদীগুলো আজ মৃতপ্রায়।

তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, এটি বাস্তবায়িত হলে উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এখানে কৃষি প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় ও এগ্রো বেজড ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শিল্পায়ন করা হবে, যাতে এখানকার মানুষকে ছোট্ট চাকরির জন্য ঢাকায় ছুটতে না হয়।

পণ্যের ন্যায্যমূল্য ও সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে প্রচুর ফলমূল ও শস্য উৎপাদিত হয়, কিন্তু সংরক্ষণের অভাবে তা নষ্ট হয়। আমরা পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা ও কৃষকদের যন্ত্রণার অবসান ঘটাতে চাই।

রংপুরবাসীর বঞ্চনা নিয়ে ডা. শফিক বলেন, এখানকার মানুষ খুবই ভালো ও ভদ্র, তাই নিজের দাবি আদায়ে জোরালো লড়াই করে না। গত ৫৪ বছরে রংপুরবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের মতো নদীগুলো আল্লাহর দান হলেও দশকের পর দশক এগুলোর ওপর অত্যাচার করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত