leadT1ad

রংপর-৪

যারা সংস্কার চান না, তারা গোলামী রাষ্ট্রের পক্ষে: আখতার হোসেন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

রংপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন আখতার হোসেন। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ তৈরি হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন বলেছেন, একটি পক্ষ বাংলাদেশকে গোলামির রাষ্ট্র বানাতে চায়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, নির্বাচনে একটা পক্ষ সংস্কার, বিচার এবং দুর্নীতিমুক্ত ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চায়। আরেকটি পক্ষ আছে, যারা সংস্কার ও বিচার চায় না। তারা গোলামির বাংলাদেশ বানাতে চায়। এখন রংপুরের জনতাকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা কোন পক্ষের থাকব।

৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, আমাদের বীর সেনানীরা ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর শহীদেরা যে স্বপ্ন দেখেছিল, একটি পক্ষ সেই স্বপ্নকে ফিকে করতে চায়।

রংপুর অঞ্চলে দিল্লির আধিপত্যবাদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সীমান্তে ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। শীতে তিস্তায় পানি পাই না, আবার বর্ষায় না জানিয়েই বাঁধের সুইচ খুলে দিয়ে সব ভাসিয়ে দেওয়া হয়। এতে ঘরবাড়ি ও ফসল বিলীন হয়ে মানুষ সর্বস্বান্ত হয়।

ভারতের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই সদস্যসচিব বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হতে হবে ন্যায্যতার ও দায়বদ্ধতার। বর্ষাকালে পানি ছেড়ে দেওয়ার অন্তত তিন দিন আগে জানালে তিস্তাপাড়ের মানুষ তাদের বাদামসহ অন্যান্য ফসল ও ঘরবাড়ি রক্ষা করতে পারত। আমরা পানি বন্ধ করতে বলছি না, শুধু আগে থেকে সতর্কবার্তা চাই।

আখতার হোসেন বলেন, আমরা প্রতিবেশী পাল্টাতে চাই না, কিন্তু ন্যায্য সম্পর্ক চাই। যারা প্রতিবেশীর বেশে বাংলাদেশের রাজনীতিতে খবরদারি করতে চায়, তাদের মাওলানা ভাসানীর সুরে সালামের মতো করে বিদায় জানিয়ে দেব।

রংপুর অঞ্চল উন্নয়ন বৈষম্যের শিকার দাবি করে আখতার হোসেন আরও বলেন, আমরা এতটাই অবহেলিত যে এখানে কোনো শিল্প-কারখানা নেই। ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশ্বমান তো দূরের কথা, দেশীয় মানও অর্জন করতে পারছে না।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত