leadT1ad

কোরআন ছুঁয়ে শপথ করানো আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩: ১৫
বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহদী আমিন। ছবি: সংগৃহীত

একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া নানা উপায়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মাহদী আমিন বলেন, ‘একটি দল স্বার্থ হাসিল করতে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। গণমাধ্যমে দেখেছি, তাদের মার্কায় ভোট দিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে।’ এছাড়া ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে বলে তিনি দাবি করেন।

মধ্যপ্রাচ্যে পোস্টাল ব্যালট নিয়ে অসঙ্গতির কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, বাহরাইন, ওমান, কুয়েত ও সৌদি আরবে নির্দিষ্ট দলের কর্মীদের কাছে শত শত ব্যালট থাকার ভিডিও ভাইরাল হয়েছে। সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও একজনের নম্বর দিয়ে আরেকজনের ব্যালট সংগ্রহ করা হচ্ছে।

ব্যালট পেপারের নকশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাহদী আমিন বলেন, ‘পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিচের দিকে, যা সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাঁজ করলে প্রতীকটি চোখে পড়ে না বা দাগে মুছে যেতে পারে। অথচ প্রতিদ্বন্দ্বীদের প্রতীক সুবিধাজনক জায়গায় রাখা হয়েছে।’ তিনি দাবি করেন, কলাম পুনর্বিন্যাস করে এই বৈষম্য দূর করা যেত।

মাহদী আমিন অভিযোগ করেন, আচরণবিধি প্রয়োগে ইসি দ্বিমুখী নীতি অবলম্বন করছে। তিনি বলেন, ‘অন্যান্য দল প্রতীকসহ সরাসরি ভোট চাইছে। অথচ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত সফরে বগুড়া ও উত্তরবঙ্গে কবর জিয়ারতে যেতে চাইলে ইসি তা স্থগিতের অনুরোধ করে। তিনি সেই অনুরোধ সম্মান জানিয়ে সফর বাতিল করেছেন। কিন্তু অন্যদের আচরণবিধি লঙ্ঘনে কমিশনের নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত।’

Ad 300x250

সম্পর্কিত