leadT1ad

ঢাকা-১২

ভোটের আমানত যোগ্য লোকের হাতে দিতে হবে: তাসলিমা আখতার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

গণসংযোগের সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলছেন তাসলিমা আখতার। ছবি: সংগৃহীত

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভোটের পবিত্র আমানত যোগ্য ও বিশ্বস্ত মানুষের হাতে তুলে দিতে হবে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর নাখালপাড়া এলাকায় নির্বাচনী প্রচারকালে ভোটারদের উদ্দেশে এ কথা বলেন ‘মাথাল’ প্রতীকের প্রার্থী তাসলিমা আখতার। তিনি বলেন, সংসদ সদস্যদের ওপর ভিত্তি করেই আগামীতে সকল নাগরিকের মর্যাদার জীবন নিশ্চিত করার নীতি প্রণয়ন করা হবে।

আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে আজ তাসলিমা আখতার ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের ১২ দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ‘আমি নই আমরা: ঢাকা ১২’র ১২ দফা ইশতেহার’ শিরোনামে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেন তিনি।

তাসলিমা আখতারের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজ করা, দুর্নীতি-মাদক-চাঁদাবাজি প্রতিরোধ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এছাড়া নীতি-নির্ধারণে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘ঢাকা ১২ সিটিজেন কাউন্সিল’ গঠনের অভিনব প্রস্তাব দিয়েছেন তিনি।

গত ২২ জানুয়ারি ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’—এই স্লোগানকে সামনে রেখেনির্বাচনী প্রচার শুরু করেন তাসলিমা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত