leadT1ad

লোগোতে পরিবর্তন আনল বাংলালিংক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৩: ১৫
বাংলালিংকের নতুন লোগো। ছবি: ফেসবুক পেজ

টেলিকম অপারেটর বাংলালিংক তাদের ব্র্যান্ড লোগোর ডিজাইনে পরিবর্তন এনেছে। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির বাংলালিংক ডিজিটাল নামে অফিশিয়াল পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে তাদের হেড অফিসের সামনে নতুন লোগো উন্মোচনের একটি ভিডিও প্রকাশ করা হয়। আর ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘নতুন বাংলালিংকের নতুন শুরু!’

তাছাড়া, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও লোগোর পরিবর্তন দেখা গেছে।

২০০৫ সালে চালুর এই টেলিকম অপারেটরটি অন্তত পাঁচ বার লোগোতে পরিবর্তন এনেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রা শুরুর পরপরই বাংলালিংক তাদের ব্র্যান্ড পরিচয়ে বেছে নেয় দেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের রং ও ডোরা। প্রথম লোগোটি ছিল কমলা রঙের একটি বর্গাকার ফ্রেম, তার ওপর বাঘের ডোরার নকশা এবং নিচে ছোট অক্ষরে লেখা বাংলালিংক। টেক্সটের রঙ ছিল কমলা ও সবুজ। একবছর পরেই লোগোতে প্রথম পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। ওই সময়ে বাংলালিংক লেখাটি কমলা রঙের হয়ে যায়।

বাংলালিংকের লোগোর বিবর্তন। সংগৃহীত ছবি
বাংলালিংকের লোগোর বিবর্তন। সংগৃহীত ছবি

কয়েক বছরের মধ্যেই আবারও বদলে ফেলা হয় লোগো। নতুন নকশায় আসে সাদা বর্ডারসহ ৩-ডি কমলা ব্যাকগ্রাউন্ডের ব্যবহার। প্রায় এক দশক ধরে এ ৩-ডি লোগোই ছিল বাংলালিংকের ব্র্যান্ড পরিচয়ের মূল অংশ।

২০২০ সালের জুলাইতে বিশ্বব্যাপী মিনিমালিজমের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এবার নকশাটিও হয় একেবারেই মিনিমাল— হেলভেটিকা ফন্টে লেখা, সাদাসিধে উপস্থাপন। পরিচিত কমলা ক্যানভাস থেকেও বাদ দেওয়া হয় গাঢ় বর্ডার; ক্যানভাসের ওপর ডোরার নকশা হয়ে ওঠে আরও বিমূর্ত ও অসামঞ্জস্যপূর্ণ।

Ad 300x250

সম্পর্কিত