আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী
আজ ১২ রবিউল আউয়াল। হিজরি সনের এ মাসেই নবীজির জন্ম। এ মাসেই তাঁর ওফাত। বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটি তাই বড় পবিত্র। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। কীভাবে দুনিয়া পাল্টে দিয়েছিলেন হজরত মুহাম্মদ (সা.)? বিশ্বসেরা কবি-লেখক ও দার্শনিকেরা কীভবে দেখেছেন তাঁকে—এ লেখায় তুলে ধরা হয়েছে সেই বিত্তান্ত।