leadT1ad

জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

৭,৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৯: ০৬
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাপানি বিনিয়োগ আকর্ষণে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি টোকিওতে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

এই চুক্তির ফলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। চুক্তিটি স্বাক্ষরিত হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। এর মধ্যে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতও অন্তর্ভুক্ত, যেখানে ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা থাকবে। বিপরীতে, জাপান বাংলাদেশের বাজারে ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে।

সেবা বাণিজ্যে বাংলাদেশ জাপানের জন্য ১২টি সেক্টরের আওতায় ৯৭টি সাব-সেক্টর উন্মুক্ত করতে সম্মত হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য ১২০টি সাব-সেক্টর উন্মুক্ত করবে। এর ফলে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত