বাসস

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নাসিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সঙ্গে কথা বলছিলেন। পরে তারা তাঁকে গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হয়েছেন। দুজনই জামায়াতের সক্রিয় কর্মী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নাসিরকে চমকে হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। নাসিরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফটিকছড়ির বাসিন্দা ও নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা জামালের সঙ্গে কথা বলছিলেন। পরে তারা তাঁকে গুলি করে পালিয়ে যান। জামালের সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হয়েছেন। দুজনই জামায়াতের সক্রিয় কর্মী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। নাসিরকে চমকে হাসপাতালে পাঠানো হয়।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সুপেয় পানি, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ নানা সমস্যায় রয়েছেন দেশের উপকূলীয় অঞ্চলে প্রায় চার কোটি মানুষ। তাঁদের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর ‘কমিটমেন্ট’ জরুরি।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে বলে যে খবর প্রচার হয়েছিল, তা সঠিক নয়।
৩ ঘণ্টা আগে