leadT1ad

থানায় মিথ্যা মামলা নেওয়া হলে জনগণকে নিয়ে ঘেরাও করব: বিএনপির হারুনুর রশীদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদরে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন হারুনুর রশীদ। সংগৃহীত ছবি

থানায় মিথ্যা মামলা নেওয়া হলে জনগণকে নিয়ে ঘেরাও করবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘থানা যদি মিথ্যা মামলা নেয়, তাহলে জনগণকে নিয়ে থানা ঘেরাও করব। এটি জনগণের জন্যই করব, আমার জন্য না। আমার নামে এখন মামলা হবে না, করার সাহসও পাবে না। কিন্তু যেকোনো সময় আপনাদের নামে মিথ্যা মামলা করতে পারে। যারা অন্যায় মিথ্যা মামলা করবে, আর তদন্তে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেই পাল্টা মামলা করা যাবে। সেই ব্যবস্থাও চালু করব।’

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন সাবেক এমপি হারুনুর রশীদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সমস্যার কথা শোনেন।

জনপ্রতিনিধিদের কাছে দলমত নির্বিশেষে জনগণ স্বাধীনভাবে যেতে পারে উল্লেখ করে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘একজন আওয়ামী লীগের লোক যদি সত্যিই বিপদে পড়ে, তাহলে আমার কাছে যেতে পারে, সেই অধিকার তাঁর রয়েছে। একজন জামায়াতে ইসলামীর লোকও যদি বিপদাপন্ন হয়, সেও আমার কাছে যেতে পারে। আমার দায়িত্ব বিপদাপন্ন লোককে সাহায্য করা। আমাদের জনগণ ভোট দেয়, কারণ জনগণ (আমাদের) কাছে যেতে পারে। রাত ১২টা হলেও ফোন দিতে পারে, সকাল ৬টায়ও ফোন দিতে পারে। সকাল ৬টায় বাড়িতে যেতে পারে, রাত ১২টাতেও যেতে পারে। কিন্তু মানুষ থানা, কোর্টে যেতে পারে না, তাদের নির্ধারিত সময় আছে।’

জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের লোকজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেননি, সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা করেছে বলে জানিয়ে হারুনুর রশীদ বলেছেন, ‘আওয়ামী লীগের যে সমস্ত খারাপ লোকজন ছিল, যাঁরা অপকর্ম করেছেন, তাঁদের নামে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আওয়ামী লীগের লোকজন বিচার বহির্ভূত হত্যা করেনি, সরকারের নির্দেশে তা করেছে পুলিশ। বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মামলা দিয়েছে পুলিশ, তাদের বিচার হবে। আমি বলেছি, এটা পুলিশ করতে পারবে না, আমি এমপি (সংসদ সদস্য) হলে করতে দিব না। পরিষ্কার বলে দিচ্ছি, থানা প্রশাসনকে জবাবদিহির আওতায় আসতে হবে।’

Ad 300x250

সম্পর্কিত